আমেরিকার সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে বলা হয়, শুধু আমেরিকাতেই বছরে ৭-৮ হাজার মানুষ বিষাক্ত সাপের কামড়ে প্রাণ বাঁচাতে হাসপাতালে ছোটেন। গোটা বিশ্বেই বিভিন্ন ধরনের মারাত্মক বিষাক্ত সাপের বাস রয়েছে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলো সম্পর্কে কম-বেশি ধারণা রয়েছে মানুষের। এই অদ্ভুত প্রাণীটিকে নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। বিশেষজ্ঞরা তুলে ধরেছেন ভয়ংকরতম কয়েকটি সাপের কথা।
১. র্যাটলস্নেক : উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যায় এই সাপদের। আমেরিকার বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রজাতির এটি। র্যাটলস্নেক ১-৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গ্রীষ্মের গরম রাতে এরা খুব বেশি আগ্রাসী হয়ে ওঠে।
২. ভাইপার : গোটা বিশ্বেই এদের দেখা মেলে। এদের চলাফেরা খুবই দ্রুত। আবার খুব দ্রুত চটে যায় এরা। এদের বিষে সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথা ও রক্তক্ষরণ ঘটে। গ্যাবুন ভাইপারের রয়েছে সবচেয়ে বড় আকারের বিষদাঁত। এই সাপ ওৎ পেতে থাকে এবং হঠাৎ আক্রমণ করে।
৩. ব্ল ক্রেইট : এটা শুধু মানুষকেই কামড়ায় না নয়, সুযোগ পেলে অন্য সাপদেরও কামড় বসায়। এদের বিষ মারাত্মক। এদের একটি কামড় একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এদের বিষ একটি কোবরার বিষয়ে চেয়ে ১৫ গুন বেশি ভয়ংকর।
৪. ডেথ অ্যাডের : বলা হয়, রানি ক্লিওপেট্রা আত্মহত্যার জন্য এই সাপকেই ব্যবহার করেছিলেন। এক কামড়েই যে বিষ দেহে প্রবেশ করে তা রেসপাইরেটরি অ্যারেস্ট এবং প্যারালাইসিস ঘটায়। চিকিৎসা ছাড়া মৃত্যু প্রায় নিশ্চিত।
৫. সি স্নেক : এই সাপগুলো সমুদ্রের লবণাক্ত পানিতে নিজেদের টিকিয়ে রাখতে শিখেছে। ইন্ডিয়ান ও প্যাসিফিস সাগরে এদের দেখা যায়। বিভিন্ন আকার ও রংয়ের হয় এরা। মানুষের মারাত্মক ক্ষতি করতে পারে এমন বিষ তাদের রয়েছে। এরা ৯ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।
৬. ব্ল্যাক মাম্বা : এরাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সাপ। ন্যাশনাল জিওগ্রাফি জানায়, এরা দ্রুত, ভীত এবং প্রাণঘাতী বিষ ধারণ করে। বহু মানুষের মৃত্যু কারণ এরা।
৭. ইনল্যান্ড তাইপান : অস্ট্রেলিয়ায় এদের দেখা যায়। ৮ ফুূট পর্যন্ত লম্বা হয়। এদের বিষ মারাত্মক ক্ষতিকর। এদের বিষয় কয়েক ধরনের বিষাক্ত উপাদানের সমন্বয়। মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে হামলা চালায়। রক্তে জমাট বাঁধতে শুরু করে। এর নেফ্রোটক্সিন কিডনিতে হামলা চালায়।
৮. টাইগার স্নেক : এটাকেও অস্ট্রেলিয়াতে দেখা যায়। গরম মাসে বেরিয়ে আসে নিজের দুনিয়া থেকে। এদের বিষ মানুষকে বিকলাঙ্গ করতে যথেষ্ট।
৯. ইস্টার্ন ব্রাউন স্নেক : অস্ট্রেলিয়ায় এদের কামড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে। এদের বিভিন্ন রংয়ের হয়। এদের গতি যেমন বিস্মিত করে, তেমনি আতঙ্কিত করে বিষের ক্রিয়া।
১০. কিং কোবরা : বিষাক্ত সাপের মধ্যে পৃতিবীর সবচেয়ে সব সাইজের এরাই হয়। ১৮ ফুট পর্যন্ত লম্বা হয় কিং কোবরা। হুমকির সম্মুখীন হলে দেহের এক-তৃতীয়াংশ মাটি থেকে সটান ওপরে তুলতে পারে। এদের বিষ মানুষকে মেরে ফেলার জন্য যতেষ্ট। সূত্র : এমএসএন
0 Comments:
Post a Comment