Pages

Saturday, November 28, 2015

Admission 2015-16 Going On Jhenidah Government Veterinary College.

ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজ এ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে   ৫ বছর মেয়াদী ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ) কোর্সে ১ম বর্ষে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের নিমিত্তে এসএমএস  এর মাধ্যমে আবেদন আহবান করা যাচ্ছে।

** আবেদনের সময় : ২৬/১১/২০১৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ১২:০০টা হতে ১৭/১২/২০১৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাত ১১:৫৯মি : পর্যন্ত (যে কোনো সময় ) আবেদন করা যাবে।

** ভর্তি পরীক্ষার তারিখ ও সময় :  ০১/০১/২০১৬ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে ১১ ঘটিকা পর্যন্ত।

** ২০১৫-২০১৬ সেশনে মোট আসন সংখ্যা : ৬০

** টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।

SMS Format: JGVC<>first three letter of HSC passing BOARD<>HSC Roll<>HSC passing Year<>first three letter of SSC passing BOARD<>SSC Roll<>SSC passing Year AND SEND IT TO 16222.

Example: JGVC JES 123456 2015 JES 654321 2013


** পরীক্ষার ফি : ৮০০/-(আটশত টাকা ) ।

** ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে।

** ভর্তি পরীক্ষার সর্বমোট নম্বর = ১০০ (লিখিত পরীক্ষা =৮০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ থেকে = ২০) ।

        # লিখিত পরীক্ষার ৮০ নম্বর  (জীববিজ্ঞান=৩০, পদার্থবিজ্ঞান =১৫, রসায়ন =১৫, গণিত =১০ ও ইংরেজি =১০)
        # এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ কে ২.৫ দ্বারা গুণ করা হবে এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ কে ১.৫ দ্বারা গুণ করা হবে।


For Details : www.dls.bd.com
                     http://www.ebdpratidin.com/home/displaypage/ad_2015-11-25_6_17_b#sthash.rt1opDMQ


0 Comments:

Post a Comment