Pages

Tuesday, August 30, 2016

DVM, International degree on Veterinary Science

এইচএসসি পাসের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ছাত্র ছাত্রীরা সঠিক সাবজেক্ট চয়েজ করতে না পারায় অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ নিস্প্রভ হয়ে যায় ।এক্ষেত্রে ভেটেরিনারি মেডিসিন অন্যতম একটি সাবজেক্ট যা পড়ে অর্জন করা যায় আন্তর্জাতিক মানের ডিগ্রী DVM।

কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ, কৃষিক্ষেত্রের বৈপ্লবিক উন্নয়নের জন্য প্রাণী সম্পদের উন্নয়নও অপরিহার্য। আর এ প্রাণী সম্পদের উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ ভেটেরিনারিয়ান। প্রাচীনকাল থেকেই ভেটেরিনারি শিক্ষা সারা বিশ্বে মানব কল্যাণে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে আসছে। আজ থেকে প্রায় ২৫০ বছর পূর্বে ফ্রান্সের লিয়ন শহরে ভেটেরিনারি সায়েন্সের যাত্রা শুরু ॥ এনথ্রাক্স, বার্ড ফ্লু প্রভৃতির মতো ভয়াবহ জুনোটিক রোগের প্রাদুর্ভাবে ফলে ভেট-দের চাহিদা এখন প্রচুর। ভেটেরিনারিয়ান হিসেবে ক্যারিয়ার শুরুর অল্প দিনের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।

ভেটেরিনারিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করতে হলে অবশ্যই ৫ বছর মেয়াদী ডিভিএম কোর্স সম্পন্ন করতে হবে। যার সাথে রয়েছে এক বছর মেয়াদী ইন্টার্নশিপ। সাধারণত এ বিষয়ে সেমিস্টার পদ্ধতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পাঠদান হয়ে থাকে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ রয়েছে ॥
DVM করতে আপনাকে সাইন্স ব্যাকগ্রাউন্ড সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং ভর্তি পরীক্ষায় নির্বাচিত হতে হবে ।
Anatomy ,Histology,physiology,Parasitology, pharmaceutical, medicine, Microbiology,dairy science, animals nutrition, Surgery & Obstetrics সহ animal health রিলেটেড বিষয়াবলী DVM কোর্সে পড়ানো হয় ॥
লেখাপড়া অনেকটা মেডিকেল ধাচে ।


# ক্যারিয়ার ---
# বিসিএস-এ ভেটেরিনারি ছাত্রদের জন্য রয়েছে বিশেষ কোটা। এছাড়া বিসিএস-এর অন্য ক্যাডারেও ভেটরা প্রতিযোগিতা করতে পারবে।
# বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন ICDDRB, BLRI, LRI, FRI - এগুলোতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবে ।
# সেনাবাহিনীতে ভেটেরিনারি পেশার জন্য স্বতন্ত্র ‘কোর’ রয়েছে যার নাম Remount Veterinary and Farm Core.
# বিভিন্ন Livestock Product Company যেমন- আইসক্রিম, জুস, বাটার,
ক্যান্ডি, কোলা, মিল্ক ও মিট ইন্ডাস্ট্রি-এ চাকরির অপার সুযোগ।
# ভেটদের রয়েছে উন্নত বিশ্বের যে কোনো দেশে প্রশিক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ!
# প্রথম শ্রেণীর পৌরসভা,সিটি কর্পোরেশন,পাঁচতারা হোটেলগুলোতে মিট ইন্সপেক্টর, পাবলিক হেলথ অফিসার হিসেবে চাকরির সুযোগ।
# চিড়িয়াখানা, সাফারি পার্ক, সুন্দরবনে বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডাক্তার হিসেবে চাকুরির সুযোগ।
# এছাড়া প্রাইভেট প্র্যাকটিস, ফার্ম বিজনেস, ল্যাবরেটরি, ভ্যাকসিন
প্রোডাক্ট ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থানের সূবর্ণ সুযোগ তো রয়েছেই।


সর্বপরী ভেটেরিনারি মেডিসিন বর্তমানে একটি যুগোপযোগী এবং মূল্যবান সাবজেক্ট।।

0 Comments:

Post a Comment